এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারতÍদুই প্রতিবেশীই। তবে ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচ হলেও, ভারত সেটিকে মর্যাদার লড়াই হিসেবেই নিচ্ছে। ভারতের প্রধান কোচ খালিদ জামিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যেভাবেই হোক, বাংলাদেশকে হারাতেই হবে।” গত ১৪ অক্টোবর নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলের হার ভারতের এশিয়ান কাপের স্বপ্ন ভেঙে দেয়। সেই হতাশা কাটিয়ে এখন পুরো মনোযোগ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। কলকাতার ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামিল বলেন,“ওটাই আমাদের পরের ম্যাচ, যেভাবেই হোক জিততে হবে। এই মুহূর্তে জাতীয় দলের একটা জয়ের খুব দরকার।”তিনি আরও যোগ করেন, “সিঙ্গাপুর ম্যাচে হেরে আমি দায় স্বীকার করেছি। কিন্তু এখন সেটা ভেবে লাভ নেই। কিছু শিশুসুলভ ভুলে আমরা হোম ম্যাচটা হেরেছি। এবার সামনে তাকাতে হবে।”গত আগস্টে ভারতের দায়িত্ব নেওয়া খালিদ এখন নতুন খেলোয়াড় খুঁজছেন, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে। ইস্ট বেঙ্গল উইঙ্গার বিষ্ণু পুঠিয়া ভালাপিল রয়েছেন তাঁর নজরে, যাকে বাংলাদেশ সফরে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।