ক্রিকেট
বগুড়া অনূর্ধ্ব-১৬ দল বিভাগীয় চ্যাম্পিয়ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্ণামেন্টে বগুড়া অনুর্ধ্ব-১৬ দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সিরাজগঞ্জ জেলা দলকে ৯২ রানে পরাজিত করে।
Printed Edition
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্ণামেন্টে বগুড়া অনুর্ধ্ব-১৬ দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সিরাজগঞ্জ জেলা দলকে ৯২ রানে পরাজিত করে। টসে জিতে সিরাজগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৬ দল বগুড়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সিরাজগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে বগুড়া দল ৪৫ দশমিক ৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব আহম্মেদ সর্বোচ্চ ৪৩ রান করে। জবাবে বগুড়া দলের ক্ষুরধার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিরাজগঞ্জ। ২২ দশমিক ৪ ওভারে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় সিরাজগঞ্জ । বগুড়া জয় পায় ৯২ রানের।বগুড়ার অধিনায়ক শিহাব আহম্মেদ ব্যাটিংয়ের পর বল হাতেও ঝলসে ওঠে। একাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামায়। ৪৫ দশমিক ৪ ওভার বল করে ২টি মেডেন সহ মাত্র ১৬ রান দিয়ে ৬টি উইকেট শিকার করে শিহাব। অলরাউন্ড নৈপূন্যের জন্য বগুড়া জেলা দলের অধিনায়ক শিহাব ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতে নেয়। স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক জাকিউল ইসলাম ম্যাচ শেষে পুরস্কার বিতরন করেন। এদিকে, জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার রাতেই বগুড়ার চ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন।