ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও অভিষিক্ত মিচেল হে-র ফিফটিতে ভর করে লিড পায় দলটি। এরপর নিজেদের দুর্বল বোলিং আক্রমণ নিয়েও ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে চাপ বাড়িয়ে দ্বিতীয় টেস্টে নিয়ন্ত্রণ ধরে রেখেছে কিউইরা। বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। তারা পিছিয়ে ৪১ রানে। এর আগে ২০৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে থামে ২৭৮ রানে। শেষ সেশনে গিয়ে স্বাগতিকরা অলআউট হয়েছে।
ক্রিকেট
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও অভিষিক্ত মিচেল হে-র ফিফটিতে ভর করে লিড পায় দলটি। এরপর নিজেদের দুর্বল বোলিং আক্রমণ নিয়েও ক্যারিবীয়