চলতি মাসে আবারও মাঠে নামতে যাচ্ছে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ক্রিকেটাররা। তবে এবার খেলার জন্য নয়, অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে এইচপির ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ রিপোর্টিং করার কথা রয়েছে ক্রিকেটারদের। এরপর কয়েকদিন ধরে চলবে স্ক্রিন টেস্ট। পরবর্তীতে ১৬ তারিখ থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্যাম্প। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এরপর রাজশাহীতে আবার অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে। জানা গেছে এবারের অনুশীলন ক্যাম্পে থাকতে পারে ২৮ সদস্যের দল। গত মাসে দক্ষিণ আফ্রিকার তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলেছিল আকবর আলির দল।
ক্রিকেট
চট্টগ্রামে ক্যাম্প করবে এইচপি দল
চলতি মাসে আবারও মাঠে নামতে যাচ্ছে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ক্রিকেটাররা। তবে এবার খেলার জন্য নয়, অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে এইচপির ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ রিপোর্টিং করার কথা রয়েছে ক্রিকেটারদের।