ক্রিকেট
সাকলাইনের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপের বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগে আব্দুল গাফফার সাকলাইনের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে আগে খেললেন ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। পরে বল হাতেও ৪ ওভারে ৮ রান খরচায় নিলেন দুই উইকেট! গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলরাউন্ডার এই সাকলাইনের এমন পারফরম্যান্সে ধানমন্ডি ক্লাবকে ১৭৫
Printed Edition
ঢাকা প্রিমিয়ার লিগে আব্দুল গাফফার সাকলাইনের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাট হাতে আগে খেললেন ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। পরে বল হাতেও ৪ ওভারে ৮ রান খরচায় নিলেন দুই উইকেট! গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলরাউন্ডার এই সাকলাইনের এমন পারফরম্যান্সে ধানমন্ডি ক্লাবকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটিং করে গাজী ২৯৮ রানের সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১২৩ রানেই অলআউট হয়ে যায় ধানমন্ডি। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে গাজী গ্রুপকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। গাজীর ব্যাটারদের দৃঢ়তায় দলটি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই আউট হন ধানমন্ডির ওপেনার আশিকুর রহমান শিবলি। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ধানমন্ডির ব্যাটারদের কেউ দায়িত্বশীল ভূমিকায় না থাকায় দলটি ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়েছে। দলটির অধিনায়ক সোহানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস। এছাড়া মঈন খান ২৪ ও ইয়াসির আলী চৌধুরীর ব্যাট থেকে আসে ১৮ রানের ইনিংস। গাজীর বোলারদের মধ্যে লেগ স্পিনার ওয়াইসি সিদ্দিকি তিনটি উইকেট নিয়ছেন। এছাড়া আরিদুল ইসলাম আকাশ ও আব্দুল গাফফার সাকলাইন দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় এনামুল হক বিজয়ের দল। তিনি নিজে ও আরেক ওপেনার সাদিকুর রহমান মিলে শুরুতে ৮৩ রানের জুটি গড়েন। সাদিকুর ৩০ রানে আউট হওয়ার পর শামসুর রহমানের সঙ্গে আরও ৩৬ রানের জুটি গড়ে বিদায় নেন এনামুল। ফেরার আগে ৯৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এরপর সালমান (৫) দ্রুত বিদায় নিলে শামসুর ও আমিনুল ইসলাম বিপ্লব ৭৪ রানের জুটি গড়েন। বিপ্লব ৩০ বলে ৪৪ রান করে আউট হলে ভাঙে জুটি। বিপ্লবের বিদায়ের পর শামসুরও সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৬০ রানের ইনিংস। শেষ দিকে সাকলাইনের ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে গাজী ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের স্কোর দাঁড় করাতে পেরেছে। ধানমন্ডির হয়ে সানজামুল ৫১ রান খরচায় নেন চারটি উইকেট। এছাড়া কামরুর ইসলাম রাব্বি দুটি ও মঈন খান একটি উইকেট নেন।