আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরও নির্ধারিত সময়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার পিসিবির এক সিনিয়র কর্মকর্তা জানান, ১৭ থেকে ২৯ নভেম্বর লাহোরে সিরিজটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আফগানিস্তান সরে গেলেও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আমরা বিকল্প দল নিয়ে আলোচনা করছি, চূড়ান্ত হলেই ঘোষণা দেওয়া হবে। শ্রীলঙ্কা যেহেতু তৃতীয় দল হিসেবে রয়েছে, তাই সিরিজ সময়মতোই শুরু হবে ১৭ নবেম্বর থেকে।’ পাকিস্তান এই সিরিজের আগে ১১ থেকে ১৫ নবেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করবে। অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশে তিন ক্রিকেটারের মৃত্যুতে তারা এই সিরিজে অংশ নেবে না। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে টেস্ট স্ট্যাটাসের আগে আফগানিস্তানের ‘এ’ দল নিয়মিত পাকিস্তান সফর করত এবং অনেক আফগান ক্রিকেটার সেখানেই অনুশীলন করত। একসময় পাকিস্তান ঘরোয়া প্রতিযোগিতায় আফগান খেলোয়াড়দের খেলতেও অনুমতি দিয়েছিল।সপিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আফগানিস্তানের পরিবর্তে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে থেকে কোনো দলকে আনার চেষ্টা চলছে। নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রয়েছে সেই তালিকায়। তবে বোর্ডের অগ্রাধিকার হলো একটি টেস্ট খেলুড়ে দেশকে যুক্ত করা।
ক্রিকেট
আফগানিস্তানকে বাদ দিয়েই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা পিসিবির
আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরও নির্ধারিত সময়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার পিসিবির এক সিনিয়র কর্মকর্তা জানান, ১৭ থেকে ২৯ নভেম্বর লাহোরে সিরিজটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আফগানিস্তান সরে গেলেও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত