পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে পাকিস্তান সফর নিয়ে সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে। পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি অপেক্ষায় ছিল বাংলাদেশ সরকারের অনুমতির। অবশেষে তা মিলে গেছে। আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে। নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, পাকিস্তানে যাওয়ার সরকারের অনুমতি পাওয়া গেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও একটা বিষয় রয়েছে ক্রিকেটারদের পাশাপাশি। সরকারের পক্ষ থেকে কাগজ আসলে প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করবে বোর্ড। ক্রিকেটারদের পাকিস্তানে যেতে আপত্তি না থাকলে নির্ধারিত সময়েই সিরিজটি হবে বলেও জানিয়েছেন তিনি। ইফতেখার আহমেদ মিঠু আরো জানিয়েছেন, চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আবার বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেছিলেন, ‘সরকারি নিরাপত্তা সংস্থা ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন যদি পাকিস্তান সফরকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে, তাহলে আমরা যেতে পারব। এই বিষয়ে বিসিবির একক সিদ্ধান্তের সুযোগ নেই।’ এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে মাঠে গড়াবে সিরিজটি। এই সিরিজ খেলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগারদের সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি : ২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ, ২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ, ১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, ৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, ৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।