ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে অস্ট্রেরিয়া। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে দলটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৮৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ২৭১ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৩১ রান তুলেছিল ইংল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। অধিনায়ক বেন স্টোকস ৪৫ ও জোফরা আর্চার ৩০ রানে অপরাজিত ছিলেন। দলীয় ২৭৪ রানে স্টোকসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে নবম উইকেট এনে দেন পেসার মিচেল স্টার্ক। টেস্টে ৩৭তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮ চারে ৮৩ রান করেন স্টোকস। নবম উইকেটে স্টোকসের সাথে ১০৬ রানের জুটি গড়ার পথে টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান আর্চার। শেষ ব্যাটার হিসেবে দলীয় ২৮৬ রানে আউট হবার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংস থেকে পাওয়া ৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৫৩ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে হেডের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার লিড বড় হতে থাকে। তৃতীয় উইকেটে উসমান খাজার সাথে ৮৬ ও পঞ্চম উইকেটে অ্যালেক্স ক্যারিকে নিয়ে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েন হেড। তাতেই অস্ট্রেলিয়ার লিড সাড়ে তিনশ ছাড়িয়ে যায়। ক্যারির সাথে জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেন হেড। জন্মস্থান অ্যাডিলেডে টানা চার টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এক ভেন্যুতে টানা চার টেস্টে সেঞ্চুরির রেকর্ড আছে ডন ব্রাডম্যান (মেলবোর্ন ও হেডিংলি), ওয়ালি হ্যামন্ড (সিডনি), মাইকেল ক্লার্ক (অ্যাডিলেড) ও স্টিভেন স্মিথের (মেলবোর্ন)। দিন শেষে ১৯৬ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১৪২ রানে অপরাজিত হেড। ৪টি চারে ৯১ বলে ৫২ রানে অপরাজিত প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যারি। ইংল্যান্ডের জশ টাং ২ উইকেট নিয়েছেন।
ক্রিকেট
হেডের সেঞ্চুরিতে ৩৫৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে অস্ট্রেরিয়া। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে দলটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
Printed Edition