রানরেটে জিতে নারী ওয়ানডে বিশ্বকাপে স্থান করে নিয়েছে বাংলাদেশ। টানা ৩ ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরের দুই ম্যাচের ১ পয়েন্ট পেলেই হতো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে অনিশ্চয়তায় পড়ে যায় বিশ্বকাপে যাওয়া, তাকিয়ে থাকতে হয় থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। সেখানে ক্যারিবীর নারীরা সমীকরণ মেলাতে না পারায় পাকিস্তানের বিপক্ষে হেরেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেট নিয়ে। ১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে ম্যাচ জিতেও তবু ‘হেরে’ই গেল ওয়েস্ট ইন্ডিজ। আর শেষ দুই ম্যাচ হেরেও জিতে গেল বাংলাদেশ।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল। ৩ উইকেট হারিয়ে ১০.২ ওভার বাকি রেখেই সেটা টপকে যায় পাকিস্তান। এতে বাংলাদেশের রান রেট কমে দাঁড়ায় +০.৬৩৯। ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চোখ তখন থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। যেখানে প্রথম ইনিংসে ব্যাটিং করা থাই নারীরা করতে পারে ১৬৬ রান। বাংলাদেশকে হটিয়ে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এই রান টপকাতে হতো ১০ ওভারে। আর দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে যেতে তবে হিসাবটা একটু অন্যরকম হতো। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলতো ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলবে। তবে এর কোনো সমীকরণই মেলাতে পারেনি তারা। এতেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল।