ইংল্যান্ডের ঘরের ঐতিহাসিক টেস্টে মাত্র ছয় রানে জয় ছিনিয়ে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ভারত। এ জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে পাওয়া জয় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। ওভালের এই ম্যাচের মধ্য দিয়েই ৫ ম্যাচের সিরিজ ২-২ এ শেষ হয়েছে। তবে শেষ টেস্টের নাটকীয়তায় রোমাঞ্চের তুঙ্গে পৌঁছায় ক্রিকেটবিশ্ব। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতের এই সফর ছিল অনেকদিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ, এটি ছিল টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির প্রথম আসর। সিরিজের প্রথম টেস্টে বড় রানে এগিয়ে থেকেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩৩৬ রানে জয়ের মাধ্যমে সমতা ফেরায় তারা। লর্ডসে ইংল্যান্ড ২২ রানে জিতে আবার লিড নেয়। কিন্তু ভারতীয় ব্যাটারদের দৃঢ়তায় চতুর্থ ম্যাচ ড্র হয়। ফলে পঞ্চম ওভাল টেস্ট হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারক ম্যাচ। যেখানে শেষ হাসি হাসে ভারতই। এই জয়ে ভারত ২৮ পয়েন্ট ও ৪৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে উঠে আসে তিন নম্বরে। অপরদিকে, ইংল্যান্ড স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে। তাদের বর্তমান পয়েন্ট ২৬ এবং শতাংশ পয়েন্ট ৪৩.৩৩। যার ফলে তারা এখন চারে। ডব্লিউটিসি তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া, যারা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ১০০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, যারা বাংলাদেশকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। বাংলাদেশ আছে পাঁচে এবং তিন টেস্টে হার দেখে ছয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনো তাদের ২০২৫-২৭ চক্রের অভিযান শুরু করেনি।
ক্রিকেট
পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেললো ভারত
ইংল্যান্ডের ঘরের ঐতিহাসিক টেস্টে মাত্র ছয় রানে জয় ছিনিয়ে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ভারত। এ জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে পাওয়া জয় হিসেবেও
Printed Edition
