শেষ টেস্টের আগে স্বস্তিতে নেই ইংল্যান্ড। প্রথম তিন টেস্টের দুটি জেতা স্বাগতিকদের সামনে সুযোগ ছিল চতুর্থ টেস্টেই সিরিজ নিশ্চিত করার। কিন্তু ভারতের দৃঢ়তায় সে টেস্ট ড্র হলে এখন সব সমীকরণ গিয়ে ঠেকেছে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে। সিরিজ জিততে হলে এই টেস্টে অন্তত ড্র করতেই হবে ইংলিশদের। অন্যদিকে সমতায় সিরিজ শেষ ভারতকে জিততেই হবে।এমন সমীকরণের ম্যাচের জন্য দল চূড়ান্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ সদস্যের এই দলে নতুন করে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে তারা। চতুর্থ টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি ইংলিশ বোলাররা। অনেকটা সহজেই ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ম্যাচ শেষে বেন স্টোকস স্বীকার করেছিলেন, শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে।

ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।