ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। বিশ্বকাপকে ঘিরে এবার শঙ্কার কারণ রাজনৈতিক নয়, পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ। দেশটিতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে বিশ্ব আসর সরিয়ে নেয়ার দাবি তুলেছে পাকিস্তান। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, যা আয়োজক দেশটিতে আতঙ্ক সৃষ্টি করেছে। কলকাতা শহরের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অন্তত একশজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। ফলে ভারতে কোভিড-১৯ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পরিস্থিতি তৈরি হলো। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হচ্ছে। এদিকে, বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আসার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন তুলেছে। নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য। স্বাস্থ্যঝুঁকির আগেই চলতি মাসের শুরু থেকে বিতর্কে জড়িয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে। দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি গত সপ্তাহে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। আইসিসির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পাকিস্তানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে কি নাÑতা নিয়ে বোর্ড পর্যায়ে আলোচনা চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বরাতে জানানো হয়েছে, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবারের মধ্যে, অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যে।