দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওয়ানডেতে রেকর্ডবই নতুন করে লিখলেন বিরাট কোহলি। জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি পৌঁছে গেলেন ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম তিন অঙ্কে—যা তাকে এনে দিল এক ঐতিহাসিক অর্জন।

এই সেঞ্চুরির মাধ্যমে কোহলি ভেঙে ফেলেছেন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের একক কোনো ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন (৫১টি সেঞ্চুরি)। কোহলি এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

বর্তমানে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি—তার ওয়ানডে সেঞ্চুরি এখন ৫২টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুটোই শচীনের রেকর্ড; ৫১টি টেস্ট সেঞ্চুরি এবং ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি। চতুর্থস্থানে আছেন জ্যাক ক্যালিস (৪৫ সেঞ্চুরি) এবং পঞ্চমে রিকি পন্টিং (৪১ সেঞ্চুরি)।

এই ম্যাচে কোহলি আরেকটি মাইলফলক ছুঁয়েছেন—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এখন তার। প্রোটিয়াদের বিপক্ষে তার সেঞ্চুরি সংখ্যা হলো ছয়টি, আগে শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার ছিলেন পাঁচ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে।

রাঁচির ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। চমৎকার টাইমিংয়ে প্রথমদিকে তিনটি চার ও দুটি ছক্কায় পৌঁছান ৩০ রানে। ৪৮ বলে ছক্কায় করেন অর্ধশতক। এরপর সাত চার ও পাঁচ ছক্কার সাহায্যে ১০২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

সেঞ্চুরি ছুঁয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ৩৯তম ওভারে প্রেনেলান সুব্রায়েনের পাঁচ বলে তুলে নেন ২০ রান। তবে শেষ পর্যন্ত ১৩৫ রানে থামতে হয় তাকে—মিড-অফ থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন রায়ান রিকেলটন।

ইনিংসটি আরও বড় না হলেও, তার এই ঝলকটাই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে কোহলির হাতেই।