নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় থাকা সকলেই নারী। এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী। যেখানে আছেন বাংলাদেশেরও একজন আম্পায়ার। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের সাথিরা জাকির জেসিকে। আসরের প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হতে যাচ্ছেন তিনি। যা দেশের ক্রিকেটের জন্য নতুন ইতিহাস। আসরে সবমিলিয়ে ৯টি ম্যাচে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন জেসি। এর মধ্যে মাঠের আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার সব ধরনের ভূমিকায়ই দেখা যাবে বাংলাদেশি এই নারী আম্পায়ারকে। মূল আসর শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। নিউজিল্যান্ড ও ভারত ‘এ’ দলের মধ্যকার ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি। মূল আসরে মোট ৪টি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। তাকে দেখা যাবে ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর ইংল্যান্ড-পাকিস্তান ও ২৬ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচে।