অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পিচ কিউরেটর মাঙ্গামুনি গামিনি ডি সিলভার দীর্ঘদিনের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। রাজশাহীতে বদলি করা হলেও সেখানে বেশিদিন টিকতে পারলেন না গামিনি। গামিনি ডি সিলভারর সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে বিসিবি। আজ তিনি চুক্তির কাগজপত্র হাতে পাবেন। গামিনিকে এখনই সরিয়ে দেয়া হলেও, ২ মাসের বেতন দিতে হচ্ছে বিসিবিকে। কেননা তার চুক্তির মেয়াদ এখনও ৬ মাস বাকি। ২ মাসের নোটিশ পিরিয়ডে তাকে ছেড়ে দেয়া হয়েছে। মিরপুরের স্লো উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল। যদিও তাতে বিসিবি নিজে কতটা দায় এড়াতে পারবেন, সেই প্রশ্ন থেকে যায়। বিসিবির সঙ্গে ২০১০ সালে যুক্ত হওয়া এই শ্রীলঙ্কান চুক্তির নয় মাস বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছেন। গণমাধ্যমকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শর্ত অনুযায়ী তাকে দুই মাসের বেতন দেয়া হবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই আসতে পারে। গামিনি ডি সিলভা দীর্ঘদিন মিরপুর স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্বে ছিলেন। স্টেডিয়ামের উইকেটের ধরন নিয়ে তাকে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হতো। যদিও উইকেটের প্রস্তুতি সাধারণত টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। গত আগস্টে বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিলে গামিনির পদে পরিবর্তন আসে। তাকে মিরপুর থেকে সরিয়ে রাজশাহী স্টেডিয়াম দেখভালের দায়িত্ব দেয়া হয়েছিল। নতুন নিয়োগ পাওয়া অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিং এখন হোম অব ক্রিকেটের উইকেটের পূর্ণ দেখভাল করা এবং সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। হেমিং এর আগে সিলেটে কিউরেটর হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন। গামিনির পর দায়িত্ব নেয়া পিচ বিশেষজ্ঞ টমি হেমিংয়ের অধীনেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ স্লো এবং স্পিননির্ভর উইকেটে ওয়ানডে সিরিজ খেলেছে। এর আগে ২০১০ সাল থেকে বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ শুরু করেন গামিনি ডি সিলভা। কয়েক মাস আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে সমালোচনার তিরে বিদ্ধ হন এই লঙ্কান। পাকিস্তানের কোচ-অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কিছুটা নড়েচড়ে বসে বিসিবি।

দীর্ঘ ১৫ বছর পর গামিনিকে মিরপুরের দায়িত্ব থেকে সরিয়ে রাজশাহীতে পাঠায়। এদিকে, গত আগস্টে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয়েছে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। যিনি আগে সিলেটে কিউরেটর হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন। নতুন করে নিয়োগ পেয়েই মিরপুরে কাজ করছেন হেমিং। হোম অব ক্রিকেটের উইকেট পূর্ণ দেখভাল করা ও সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে এই অজি পিচ বিশেষজ্ঞকে।