আর মাত্র এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতি যখন তুঙ্গে তখনই বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজের সঙ্গে ভারতের অনাকাক্সিক্ষত আচরণে উত্তপ্ত হয়ে উঠেছে দু’দেশের ক্রিকেটাঙ্গন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে পড়েছে। এতে নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ দল ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। এর আগে পাকিস্তান ও ভেন্যু পরিবর্তন করে নিয়েছে। বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ শ্রীলংকায় হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। বাংলাদেশও যদি নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তবে আসন্ন আইসিসি সভায় ভেন্যু নিয়ে বড় কোনো পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ অংশ না নিলে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে বিসিসিআই। এই সংকট এড়াতে ভারত এখন বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’ (যা সরকারপ্রধানরা পেয়ে থাকেন) দেওয়ার নজিরবিহীন প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে কোন ছাড় নয়। ভারতে গিয়ে খেলবেনা বাংলাদেশ, এটা আইসিসিকে জানানো হয়েছে। গত রাতেই আইসিসির সঙ্গে বিসিবির ভেন্যু পরিবর্তন সংক্রান্ত একটি সভা হওয়ার কথা রয়েছে। আপাতত বিশ্ব ক্রিকেটের নজর এখন আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা,পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও শ্রীলঙ্কান কিংবদন্তি ও বর্তমান বিপিএলের ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ।
বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অনাকাক্সিক্ষতভাবে বাদ দেওয়ার পর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। রমিজ রাজা বলেছেন, আমার মতে বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে। আক্ষেপ করে তিনি বলেন, খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিত নয়। মোস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।রমিজ রাজা অতীতে পাকিস্তানের সঙ্গে হওয়া ভারতের আচরণের উদাহরণ টেনে বলেন, এর আগে এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। এবার বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নিজের মতামত দিতে গিয়ে আফ্রিদি বলেন, ‘মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ তিনি মনে করেন, আইসিসিকে একটি সত্যিকারের বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করতে হবে এবং কোনো একটি দেশের প্রভাব বা চাপের মধ্যে পড়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
আফ্রিদি আরও বলেন, ‘অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে।’ সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত, পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া, যাতে অনিশ্চয়তা দূর হয়।’এদিকে শহিদ আফ্রিদির মন্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন, ভেন্যু নির্বাচন এবং আইসিসির ভূমিকা নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন, বিশ্বকাপের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আইসিসির এখন সময়োপযোগী ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।
ভেন্যু পরিবর্তন, আইসিসির জন্য কঠিন চ্যালেঞ্জ - মাহারুফ শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার
আর মাত্র এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ও বর্তমান বিপিএলের ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ।
ভারসাম্যপূর্ণ দল এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় টাইগারদের অন্তত দ্বিতীয় রাউন্ড বা ‘সুপার এইট’ নিশ্চিত দেখছেন তিনি।বিপিএলএ ধারাভাষ্য দিতে আসা মাহারুফ সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিবি ও বিসিসিআই-এর মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এবং ভেন্যু পরিবর্তনের দাবি প্রসঙ্গে বলেছেন,‘বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু তিন সপ্তাহ আগেই সূচি দেয়া হয়েছে, তাই শেষ মুহূর্তে পরিবর্তন করা আইসিসির জন্য কঠিন চ্যালেঞ্জ।’ তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে তিনি নিরাপত্তা ও আতিথেয়তায় বেশ সন্তুষ্ট বলে জানান।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা সম্পর্কে তার বিশ্লষন, ‘আমি দেখছি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। তাদের দলের সব বিভাগই গোছানো। যেহেতু খেলা হবে উপমহাদেশে, তাই এটি তাদের জন্য বড় সুবিধা।’ দলের ভারসাম্য নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানান, ৭ জন বিশেষজ্ঞ ব্যাটার, ৩ জন স্পিনার ও ৪ জন পেসারের পাশাপাশি রিশাদ হোসেন ও শেখ মেহেদীর মতো কার্যকর অলরাউন্ডার থাকায় বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ফর্ম এবং সাইফ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। সূচি অনুযায়ী ভারতের কলকাতায় বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে। সেখানকার উইকেট ও মাঠের আকার বাংলাদেশের ব্যাটিংয়ের অনুকূলে থাকবে বলে মনে করেন মাহারুফ। তিনি বলেন,‘কলকাতার পিচ ভালো এবং মাঠ খুব বেশি বড় নয়। তবে বিশ্বকাপে শুরুটা খুব জরুরি। প্রথম ম্যাচে মোমেন্টাম পেয়ে গেলে বাংলাদেশকে হারানো কঠিন হবে। তাদের বড় কোনো অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে।’