স্পোর্টস রিপোর্টার : বিপিএলের ফাইনাল আজ। শিরোপানির্ধারণী ম্যাচে লড়বে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দু’বার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল। কুমিল্লা চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে। রংপুর, রাজশাহী ও বরিশাল একবার করে বিপিএল ট্রফি জিতেছে। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় চট্টগ্রাম কিংস। প্রথমবারের মত বিপিএল শিরোপা নিশ্চিত করতে হলে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী বরিশালকে হারাতে হবে চট্টগ্রামকে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগে গতকাল সংবাদ সম্মেলন করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে জয়ের জন্য শান্ত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি ফাইনালের দিনটাও এরকমই যাক।’ বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’ এবারের বিপিএল শুরুর আগে থেকেই বরিশালের স্কোয়াড ছিল আলোচনায়। ভারসাম্যপূর্ণ সেই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রতি ফাইনালের আগে কৃতজ্ঞতা জানালেন তামিম, ‘আমাদের দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। তারা বিভিন্ন সময়ে নানা চাপ মোকাবিলা করেছে। সেগুলো অনেক সময় পার করেছে, অনেক সময় ব্যর্থ হয়েছে। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এ ছাড়া আমাদের দলে যারা খেলছে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনো কিছুই সীমার বাইরে করি না, জিতলেও না, হারলেও না।’ সাফল্য না পেলেও, বরিশালের সব ক্রিকেটারের সম্মানের নিশ্চয়তা দেওয়া হয় বলেও জানিয়েছেন তামিম, ‘আমি সবসময় আমাদের ক্রিকেটারদের একটা কথাই বলি। এই টুর্নামেন্টে যেটাই হোক না কেন, আমরা জিতি বা হারি, আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড। সেটা হচ্ছে ক্রিকেটারদের প্রতি সম্মান। এটা গ্যারান্টেড, অন্য কিছু না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, নাও হতে পারি, প্রথম রাউন্ডেই নাও যেতে পারি, তবে একটা জিনিস গ্যারান্টেড, এটা হচ্ছে সম্মান। পারফরম্যান্সের কারণে আপনাকে খুব বেশি ভালোবাসা দেওয়া হবে না, আবার খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না।