আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ আসর। বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মাসব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ ডিসেম্বর।চলতি বছরও তিনটি ভেন্যু- কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে লিগের সব ম্যাচ। এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানিয়েছেন, আসরটি এমন সময় আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সুনিশ্চিত করা।তিনি বলেন, ‘এই সময়টায় এলপিএল আয়োজনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই।