বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সিলেট বনাম চট্রগ্রামের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিন ব্যাটে-বলে দারুণ লড়াই হয়েছে। দলনেতা জাকির হাসান ও পেসার রেজাউর রহমান রাজার ফিফটিতে ভর করে ২৫৫ রান করেছে সিলেট। অন্যদিকে, চট্রগ্রামের পেসার ইফরান হোসাইন ৫ উইকেট শিকার করেছেন। সিলেটকে অলআউট করে প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৯ রান করেছে চট্রগ্রাম।শনিবার সকালে টসে জিতে চট্রগ্রাম প্রতিপক্ষ সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। শহীদ চান্দু স্টেডিয়ামের বাউন্সি উইকেটের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ৪৯ রানে সিলেটের প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ইফরান। অধিনায়ক জাকির হাসান এক প্রান্তে দাঁড়িয়ে সহযোদ্ধাদের আসা-যাওয়া প্রত্যক্ষ করছিলেন। এরপর আশরাফুল হাসান রিহাদকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন জাকির। ১০৭ রানের জুটি উপহার দিয়ে ব্যক্তিগত ৪৬ রানে সাজঘরে ফেরেন রিহাদ। এরপর দলীয় ১৮৭ রানে অধিনায়ক জাকির হাসান ব্যক্তিগত ৭৩ রান করে আউট হলে আবারও বিপর্যয় নেমে আসে। কিন্তু পেসার রেজাউর রহমান রাজা শক্ত হাতে ব্যাট চালিয়ে দলকে ২৫৫ রানের পুঁজি গড়ে দেন। রাজা অপরাজিত ছিলেন ৫৭ রানে। চট্রগ্রামের পেসার ইফরান হোসাইন ৬৫ রানে ৫টি এবং মেহেদী হাসান ৩টি উইকেট শিকার করেন। সিলটে অলআউট করে ব্যাট করতে নেমে ইনিংসের ২য় ওভারে ওপেনার সাদিকুর রহমানকে হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছে চট্রগ্রাম। সাদিকুর ৫ রান করেছেন। জসিম ১৩ এবং আহমেদ শরীফ ১ রানে অপরাজিত আছেন। মহিউদ্দিন তারেক সিলেটের হয়ে একমাত্র উইকেট শিকার করেন। আজ ম্যাচের ২য় দিন।
ক্রিকেট
২৫৫ রানে অলআউট সিলেট
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সিলেট বনাম চট্রগ্রামের মধ্যকার চার দিনের ম্যাচের প্রথম দিন ব্যাটে-বলে দারুণ লড়াই হয়েছে। দলনেতা জাকির হাসান ও পেসার রেজাউর রহমান রাজার ফিফটিতে ভর করে ২৫৫ রান করেছে সিলেট।