লেগ স্পিনে প্রতিপক্ষকে বশে রাখার জন্য পরিচিত রশিদ খান এবার উঠেছেন এক বিব্রতকর রেকর্ডে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান এখন তার দখলে। গতকাল এজবাস্টনে ওভাল ইনভিনসিবলসের হয়ে বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান দেন রশিদ- উইকেট শূন্য। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড ভিসে (২০২২) ও ডেভিড পেইনের (২০২৩) দখলে, দুজনই দিয়েছিলেন ৫৩ রান করেটস হেরে আগে ব্যাটিং পাওয়া ওভাল ১০০ বলে ৮ উইকেটে করেছে ১৮০ রান। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ২৫ বলে ৬১ রান দরকার ছিল বার্মিংহামের।