এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ঘটলো অনুশীলন বয়কটের ঘটনা। পারিশ্রমিক বকেয়ার কারণে গতকাল বুধবার পারটেক্সের ক্রিকেটাররা দলীয় অনুশীলন বয়কট করেছেন। সর্বশেষ বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন ও ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছিল। গতকাল সকালে পারটেক্সের নির্ধারিত অনুশীলন ছিল। শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিলেও পরে তারা একত্রিত হয়ে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তারা বিসিবি বরাবর আনুষ্ঠানিক ভাবে অভিযোগও করেছেন। দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা। কিন্তু বিসিবির প্রধান নির্বাহীকে না পেয়ে সেই চিঠি বোর্ড পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে জমা দিতে যান ক্রিকেটাররা। এরপর সেখান থেকে সিইওর অফিসে জমা দিয়ে আসেন তারা। এর আগে সকাল থেকেই পারটেক্সের ক্রিকেটারদের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। মাত্র ৩-৪ জনকে দেখা যায় জার্সি গায়ে অনুশীলন করতে। বাকি সবাই জিমে দুপুর পর্যন্ত অপেক্ষা করছিলেন পারিশ্রমিকের আশ্বাসের আশায়। দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় বিসিবিতে যান খেলোয়াড়েরা। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখও। সকাল থেকেই পারটেক্সের অনুশীলন বয়কটের খবরটি ছড়িয়ে পড়ে। কয়েকজন ক্রিকেটার একাডেমি মাঠে অনুশীলন করলেও বেশির ভাগ ক্রিকেটার দুপুর পর্যন্ত পারিশ্রমিকের আশ্বাসের আশায় জিমে বসে ছিলেন। দুপুর পর্যন্ত পারিশ্রমিক পাওয়ার কোন আশ্বাস না পেয়ে এরপর তারা বিসিবিতে যান। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখ। বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে ম্যাচ বর্জন করবেন তারা। এ ব্যাপারে পারটেক্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ‘আমি ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি এবং আরও দেবো। লিগ শুরুর আগে অধিকাংশ ক্রিকেটারকে ৫০ শতাংশ, পরে ঈদের আগে ১০ শতাংশÑমোট ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে। অনুশীলন করতে আসেনি তারা। তারা বাকি পারিশ্রমিক চাইলে আমি বলেছি, বৃহস্পতিবার ম্যাচের পর বসে আলোচনায় বসবো। লিগ তো এখনও শেষ হয়নি। আমি কাউরও বকেয়া রাখবো না।’
পারটেক্স ক্রিকেট দল