সদ্য শেষ হওয়া এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। এশিয়া কাপের এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের কাছে এটি পাকিস্তানের টানা তৃতীয় হার। গ্রুপ পর্ব ও সুপার ফোরের আগের দুই ম্যাচে ভারত একপেশে জয় পেলেও ফাইনালে দারুণ লড়াই করেছে পাকিস্তান। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারতই। এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুরস্কারের ঘোষণা দেয়ার পাশাপাশি পাকিস্তানকে বিদ্রƒপও করেছে ‘৩-০’ খোঁচার মাধ্যমে।
ক্রিকেট
ভারতীয় দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী