কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল বুধবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে কিছুটা ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ধারণা করা হচ্ছে, তারা বৃহস্পতিবার কাতারের উদ্দেশে রওনা দেবেন। ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। অংশ নিচ্ছে মোট আটটি দল। মূলত ‘এ’ দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপ-ই এবারে নতুন নামে ফিরছে। লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত এই আসরের নাম বদলে রাখা হয়েছে রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। পাঁচটি দেশ নিজেদের ‘এ’ দল পাঠালেও, বাকি তিনটি দলÍআমিরাত, ওমান ও হংকং নিজেদের জাতীয় দল নিয়েই অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর দুই সেমিফাইনাল শেষে ২৩ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।