বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ব্যাটিং ইউনিটের দায়িত্বে আছেন দেশের সবচেয়ে আলোচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গত বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সফরে দলের সঙ্গে ছিল না বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ। যে কারণে ব্যাটারদের দেখভালের দায়িত্বও পান স্থানীয়ভাবে জনপ্রিয় কোচ সালাউদ্দিন। এরপর থেকে চলমান শ্রীলংকা সিরিজেও দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচের। কিন্তু টাইগার ব্যাটারদের লাগাতার ব্যর্থতার কারণে সালাউদ্দিন প্রশ্নের মুখে পড়েছেন। বর্তমানে দলের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মে পরিণত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। কিন্তু একবারও দলীয় স্কোর ২৫০ ছাড়াতে পারেনি তারা। এই পাঁচ ম্যাচের চারটিতেই অলআউট হয়েছে দল। আর এক ম্যাচে পড়ে গেছে ৯ উইকেট। যে ফরম্যাটের ক্রিকেট বাংলাদেশের জন্য গর্বের সেই ফরম্যাটে ব্যাটিংয়েই এই হাল। সহকারী কোচ হিসেবে নিয়োগ হলেও সালাউদ্দিনের মূল দায়িত্ব ব্যাটিং শেখানো। এমন অবস্থায় ক্রিকেটারদের পাশাপাশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও হচ্ছে তীব্র সমালোচনা। সালাউদ্দিন অবশ্য জানিয়েছেন, কোচ হিসেবে ব্যর্থ হলে চাকরি ছেড়ে দিবেন তিনি। আজ বুধবার কলম্বোয় শুরু হবে শেষ টি-টোয়েন্টি। তার আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে এলেন কোচ সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। ঠিক আছে? এটা হচ্ছে যে ভালো, পারফর্ম যদি ভালো না করি, এখানে সমালোচনা হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। কিন্তু আমি টিমের জন্য আমার ১০০% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়।’

সালাউদ্দিন আরও বলেছেন, ‘অভিযোগগুলো লিখে দিলে ভালো হতো। প্রমাণ দিতে হবে। আমি ভালো না হলে বোর্ড সরিয়ে দিবে। এমন না আমার এখানে চাকরি করতেই হবে। এখানে নিজের ইচ্ছায় আসিনি।’