দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ( ২৮ সেপ্টেম্বর) জমবে ভিন্ন রকম এক ক্রিকেট রজনী। আলোচনার কেন্দ্রে ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির মুখোমুখি লড়াই।
এশিয়া কাপের ফাইনালের ভাগ্য নির্ধারণে এই দ্বৈরথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে-এমনটাই মনে করেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেল একসময় পাকিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন। সে সময় শাহিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। তার মতে, শাহিন আগ্রাসী বোলার, যে কোনো ব্যাটারকে বিপদে ফেলতে পারে। তবে অভিষেকও দারুণ প্রতিদ্বন্দ্বী। এই দুজনের লড়াই দর্শকদের জন্য আলাদা রোমাঞ্চ তৈরি করবে।
দুজনেরই বয়স ২৫ বছর। শাহিন ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে, অভিষেক শর্মা এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্সে তাক লাগাচ্ছেন। টুর্নামেন্টে তিনি করেছেন তিনটি ফিফটি ও তিনটি ৩০ রানের বেশি ইনিংস-একবারও ব্যর্থ হননি।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই শাহিনকে দাপটের সঙ্গে খেলেছেন অভিষেক। প্রথম ম্যাচে ফুলটসে চার মেরে শুরু, দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকান।
তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। সুপার ফোরের আগের ম্যাচে মাঠের ভেতর-বাইরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। হারিস রউফের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অভিষেক ও শুবমান গিল। শেষমেশ আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।
ফাইনালে এমন দৃশ্য আর দেখতে চাইবে না কোনো দলই। এখন দেখার বিষয়, শাহিনের আগ্রাসী বোলিংয়ের সামনে অভিষেকের ব্যাট কতটা টিকে থাকে, আর সেই দ্বৈরথই বা কোথায় নিয়ে যায় এশিয়া কাপের ভাগ্য।