সূচির চাপের কারণে পাকিস্তানে আয়ারল্যান্ডের আসন্ন সিরিজ ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ নিয়ে গঠিত এই সাদা বলের সিরিজটি সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল। তবে সেটি এই মৌসুম থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছে।এটি হতো আয়ারল্যান্ড পুরুষ দলের প্রথম পাকিস্তান সফর। ২০২৪ সালের মে মাসে সিরিজটি ঘোষণা করা হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, এটি ২০২৫ সালের শুরুর দিকে পাকিস্তানের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল সূচিতে সিরিজটি সেপ্টেম্বর-অক্টোবরে স্থান দেয়। এখনো পিসিবির ওয়েবসাইটে সেটাই তালিকাভুক্ত আছে।কিন্তু এই সময়ে পাকিস্তানের সূচি অত্যন্ত ব্যস্ত হয়ে গেছে। বর্তমানে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে। এরপর মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এশিয়া কাপের তারিখ চূড়ান্ত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে সামান্য উত্তেজনার পরেও এশিয়া কাপের সময় ঠিক করা হয়েছে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া অক্টোবরের শুরুতে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে এসে দুটি টেস্ট খেলবে। সবমিলিয়ে আয়ারল্যান্ড সিরিজের জন্য আর জায়গা রাখা যাচ্ছিল না।