আইপিএলের আগামী আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে তাকে দল থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দেশটির শীর্ষ সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই জানিয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের এই পেসারকে ছেড়ে দিতে বলা হয়েছে। চাইলে তার বদলি হিসেবে নতুন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিটির সামনে।

ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, বাংলাদেশ–ভারত কূটনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুস্তাফিজকে আইপিএলে না রাখার পক্ষেই মত দিয়েছে বিসিসিআই। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু দাস নামের এক সনাতন ধর্মাবলম্বীকে হত্যার ঘটনায় ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিজেপিসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায় এবং মুস্তাফিজকে আইপিএলে দলে নেওয়ার সমালোচনা করে। এমনকি কেকেআর ও দলটির সহমালিক শাহরুখ খানকেও হুমকির মুখে পড়তে হয়।

যদিও কেকেআর শুরুতে এসব সমালোচনা আমলে নেয়নি, কিন্তু বিসিসিআইয়ের নির্দেশনার পর পরিস্থিতি বদলে গেছে। ফলে আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে।