ভারত-পাকিস্তান ফাইনালের মধ্য দিয়ে গত রোবাবার এশিয়া কাপের পর্দা নামলেও, বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা থেমে নেই। রোববার ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ শেষে তিনি বাংলাদেশের ব্যাটিং নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানান। ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘এটা ভালো সুযোগ ছিলো আমাদের ফাইনাল খেলার, আমাদের সেই যোগ্যতাও ছিলো। তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলটা তরুণদের নিয়ে গড়া এবং প্রতিদিন উন্নতি করছে।’ গৌতম গম্ভীরের পরামর্শ উল্লেখ করে তিনি বলেন, ‘মাত্রই সে আমাকে একটা পরামর্শ দিলেন, আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সঙ্গে একমত।’

সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় টাইগারদের ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়। এই আক্ষেপের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি এবং শ্রীলঙ্কার সঙ্গে জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিলো। আফসোস নেই, পারফরম্যান্সে আমি গর্বিত।’ সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি।