ওভাল টেস্টের তৃতীয় দিনে হাসির উপলক্ষ এনে দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ।দ্বিতীয় দিনের শেষ ওভারে নাইটওয়্যাচম্যান হিসেবে নেমেছিলেন আকাশদীপ। সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। তাঁর ৬৬ রানের ইনিংসে ওভাল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরিই ভারতের। তুলেছে ১১৪ রান, হারিয়েছে মাত্র ১ উইকেট। ভারতের লিড এখন ১৬৬ রানের। ২ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ভারতের রান এখন ৩ উইকেটে ১৮৯। ৬৬ রানে আকাশদীপ আউট হলেও ৮৫ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সোয়াল। ৫১ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ওপেনার।

প্রথম সেশনের শেষদিকে আকাশ দীপ আউট হলেও পুরো সেশনটাই ইংল্যান্ড পেসারদের জন্য হতাশার ছিল। দ্রুত আকাশ দীপকে ফেরানোর প্রত্যাশায় থাকা ইংল্যান্ডের তাঁকে আউট করতে লেগেছে ৯৪ বল। ৬৬ রানের ইনিংসে ১২টি চার মেরেছেন আকাশ দীপ। ওপেনার জয়সোয়ালের সঙ্গে ১৫০ বলে ১০৭ রানের জুটি গড়েছেন। এই জুটিতে জয়সোয়ালই ছিলেন সহযোগী চরিত্রে। এই বাঁহাতি করেছেন ৩৩ রান।

পেশাদার ক্রিকেটেও এটি আকাশ দীপের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৫৩। আকাশ দীপ একুশ শতকে ফিফটি করা মাত্র দ্বিতীয় ভারতীয় নাইটওয়াচম্যান। এর আগে এই কীর্তি দুইবার গড়েছিলেন অমিত মিশ্র। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৩ নম্বরে ব্যাট করে ৫০ রান এবং ২০১১ সালে এই ওভালেই ৫ নম্বরে ব্যাট করে ৮৪ রান করেছিলেন মিশ্র। আকাশ দীপ পেসার জেমি ওভারটনের বলে আউটের পর পাঁচ নম্বরে নেমেছেন অধিনায়ক শুবমান গিল। তিনি অপরাজিত আছেন ১১ রানে। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে।