রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের বিপক্ষে দিয়েছে ২৭৬ রানের লক্ষ্য। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৫ রান।
বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগান যুবারদের। ইনিংসের শুরুতেই মাত্র ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। তবে এরপর ব্যাট হাতে দারুণ প্রতিআক্রমণ গড়ে তোলেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। তিনি ১০৫ বল মোকাবিলায় ১৪টি চার ও ২টি ছক্কায় তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
বাংলাদেশের পক্ষে আজিজুল হাকিম তামিম ফয়সালকে আউট করলে কিছুটা স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। তখন আফগানিস্তানের সংগ্রহ ছিল ২১০ রানে ৫ উইকেট। তবে শেষদিকে অধিনায়ক মাহবুব খান দলের হাল ধরেন। তার অপরাজিত ৬৮ রানের ইনিংস (৭৮ বলে) আফগানিস্তানের স্কোর নিয়ে যায় ২৭৫-এ।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম—দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট।