তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ৫ ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের প্রথম দুটি ম্যাচেই বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। গতকাল হারলেই সিরিজ হারতো দলটি। কিন্তু তৃতীয় ম্যাচে এসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। এই জয়ে পাকিস্তান সিরিজে টিকে থাকলো এবং তাদের আনপ্রেডিক্টেবল খেলার সুনাম আরও একবার প্রমাণ করলো। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া হাসান নেওয়াজ গতকাল অকল্যান্ডে হাজির হয়েছিলেন নিউজিল্যান্ডের বোলারদের জমদূত হিসেবে। নিজের মন মতো কিউই বোলারদের আছড়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে। তাকে যোগ্য সহযোগিতা করেছেন মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আলী আগা। এতেই তৃতীয় ম্যাচে অসাধারন জয় তুলে নেয় দলটি। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারে জয় নিশ্চিত করেছে পাকিস্তান, যা আন্তর্জাতিক টি- টোয়েন্টির ইতিহাসে ২০০-র বেশি রান তাড়ায় দ্রুততম জয়। সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া হাসান নেওয়াজ গতকাল পুরোপুরি বদলে যান। ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন তিনি। ২৬ বলে ফিফটি স্পর্শ করার পর মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন নেওয়াজ। মোহাম্মদ হারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫ ওভারের মধ্যেই ৬৭ রান তোলে পাকিস্তান। হারিস ২০ বলে ৪১ রান করে আউট হলেও নেওয়াজ টিকে ছিলেন শেষ পর্যন্ত। দ্বিতীয় উইকেটে সালমান আগার সঙ্গে অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটি গড়েন তিনি। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ২০৪ রান তোলে। মার্ক চ্যাপম্যান ৪৪ বলে ৯৪ রান করেন, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছয়। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ৩১ রানের ইনিংস দলকে দুইশ পার করাতে সাহায্য করে। এছাড়া টিম সাইফার্টের ৯ বলে ১৯, ড্যারিল মিচেলের ১১ বলে ১৭ এবং ইশ সোধির ১০ বলে ১০ রানের ছোটো ছোটো ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের হয়ে হারিস রউফ ২৯ রানে ৩টি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন। শাদাব খান পান ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১৯.৫ ওভারে ২০৪ (সাইফার্ট ১৯, অ্যালেন ০, চ্যাপম্যান ৯৪, মিচেল ১৭, নিশাম ৩, হে ৯, ব্রেসওয়েল ৩১, জেমিসন ০, সোধি ১০, ডাফি ২, সিয়ার্স ৭*; আফ্রিদি ৪-০-৩৬-২, আবরার ৩-০-৪৩-২, রউফ ৪-০-২৯-৩, আব্বাস ২.৫-০-২৪-২, শাদাব ৪-০-৩৩-১, খুশদিল ১-০-১৮-০, সালমান ১-০-১৩-০)

পাকিস্তান: ১৬ ওভারে ২০৭/১ (হারিস ৪১, নাওয়াজ ১০৫*, সালমান ৫১*; জেমিসন ৪-০-৫৪-০, ডাফি ৩-০-৩৭-১, সিয়ার্স ৪-০-৫১-০, ব্রেসওয়েল ২-০-২৩-০, সোধি ২-০-২৮-০, নিশাম ১-০-৯-০)

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হাসান নাওয়াজ

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা।