ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪ উইকেটে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারতে পরিত্যক্ত হয়েছিল। গতকাল ভারতের বিপক্ষে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ভারত মাত্র ১২৫ রানে অলআউট হওয়ার পর ট্রাভিস হেড ও মিচেল মার্শের মারকুটে ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জশ হ্যাজেলউডের তোপের মুখে ১৮.৪ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয় ভারত। অভিষেক শর্মা ও হার্শিত রানা ছাড়া সফরকারী দলের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অভিষেক শর্মা ৩৭ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন এবং হার্শিত রানা করেন ৩৫ রান। অজিদের হয়ে দারুণ বোলিংয়ে হ্যাজেলউড মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস ২টি করে উইকেট শিকার করেন। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন ট্রাভিস হেড। তিনি ১৫ বলে ২৮ রান করে আউট হন। এরপর মিচেল মার্শ ২৬ বলে ছক্কা ও ২ চারে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। মার্শের বিদায়ের পর কয়েকটি দ্রুত উইকেট হারালেও ১৩.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। জাসপ্রিত বুমরাহর বলে মিচেল ওয়েন ও ম্যাথু শর্ট পরপর দুই বলে আউট হলেও দলের জয় নিশ্চিত হয়। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ক্যানবেরায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আগামী রোববার (২ নভেম্বর) হোবার্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।