DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

আইসিসির মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়লেন রিকেলটন

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের দলে জায়গা পেয়েছেন রিকেলটন। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। ইতিহাসের পাতায় তুলেছেন নিজের নাম। চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গতকাল আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের দলে জায়গা পেয়েছেন রিকেলটন। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। ইতিহাসের পাতায় তুলেছেন নিজের নাম। চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গতকাল আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান। এই ম্যাচে প্রোটিয়াদের মূল একাদশে জায়গা পেয়েছিলেন রিকেলটন। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে এটি ছিল তার অভিষেক ম্যাচ। যেখানে তিনি মাঠে নেমেই তুলে নেন ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি। যার মধ্য দিয়ে গড়েন ইতিহাসও। দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে আর কেউ এমন কীর্তি গড়তে পারেননি। শুক্রবার আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রিকেলটন ৪৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি করেন। এরপর ১০১ বলে ৭টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম তিন অঙ্ক। অবশ্য সেঞ্চুরির পর ১০৬ বলে ১০৩ রান করে রান আউটে কাটা পড়েন ২৮ বছর বয়সী এই ব্যাটার। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে প্রোটিয়া সাবেক কিংবদন্তি উইকেটরক্ষক এবি ডি ভিয়ালর্সকে পেছনে ফেলেছেন রিকেলটন। এই ম্যাচের আগে ২০১৩ সালে কার্ডিফে ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্সের ৭০ রান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কোনো উইকেটরক্ষকের খেলা সর্বোচ্চ রানের ইনিংস। যেটা করাচিতে সেঞ্চুরি তুলে নেয়ার মাধ্যমে নিজের নামে লিখে নিয়েছেন রিকেলটন। এ দিকে চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে পঞ্চম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন রিকেলটন। এই আসর তিন অঙ্কের স্পর্শ করেছিলেন প্রথম উইল ইয়ং। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে তাকে অনুসরণ করে দ্বিতীয় হন টম ল্যাথাম। এরপর দুবাইয়ে ভারত-বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়।