আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। সোমবার তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বর্তমানে সাঞ্জোগ গুপ্তা জিওস্টার-এর 'স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্সেস' বিভাগের সিইও হিসেবে কর্মরত আছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্তা ভোক্তানির্ভর সফল ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ এবং ভারতের আধুনিক ক্রীড়া পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকার জন্য প্রশংসিত। আইসিসির চেয়ারম্যান জে শাহ বলেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাঞ্জোগ গুপ্তা আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্রীড়া কৌশল ও বাণিজ্যায়নে তার বিস্তৃত অভিজ্ঞতা আইসিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
ক্রিকেট
আইসিসির নতুন সিইও সাঞ্জোগ গুপ্তা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। সোমবার তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
Printed Edition