বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিএসএ কাপটি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল খেলা আগামী ১১ মে রবিবার অনুষ্ঠিত হবে। শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল ৯টায় খেলা শুরু হবে। পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে দুপুর সাড়ে ১২টায়।

জেলা প্রশাসক হোসনা আফরোজা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ফাইনাল খেলায় এ জেড স্পোর্টিং ক্লাব বনাম ব্রাইট স্টার ক্লাব মুখোমুখী হবে।

একমাত্র সেমিফাইনালে সোনারগাঁ স্পোর্টিং ক্লাবকে ২৩ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ব্রাইট স্টার। এর আগে লটারিতে বিজয়ী হয়ে সরাসরি ফাইনালে উন্নীত হয় এ জেড স্পোর্টিং ক্লাব। সোমবার সকালে টসে জিতে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব প্রথমে ব্রাইট স্টার ক্লাবকে ব্যাট করতে পাঠায়। ব্রাইট স্টার ক্লাব ২ বল বাঁকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন হৃদয়। আবির ২৫ এবং জুবেরি করেন ১৯ রান। শফিক ও রকি ২টি করে এবং সাব্বির, মিথুন ও সেতু ১টি করে উইকেট লাভ করেন। জবাবে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করতে সক্ষম হয়। সেতু ২৯, শফিক ২২, মারুফ অপরাজিত ১৭ রান করেন। শিশির ৩টি, আবির, নাহিদ ও রিফাত ২টি করে উইকেট শিকার করেন।

বিজয়ী দলের শিশির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচটি পরিচালনা করেন আম্পায়ার ফিরোজ ও বিপুল। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল। এসময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য এমদাদুল হক রত্ন উপস্থিত ছিলেন।