বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের’ তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৪ মে পূর্বনির্ধারিত তারিখে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বগুড়ায় তারুণ্যের সমাবেশ আহ্বান করায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শনিবারের পরিবর্তে রোববার উদ্বোধন হবে। রোববার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।

বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন, সরকার অনুমোদিত নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার ১১০ জন সাংবাদিক ৬টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। জুলাই আন্দোলনে বগুড়ার ৬ জন শহীদের নামে দলের নামকরণ করা হয়েছে।

দলগুলো হলো- শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ, শহীদ শিমুল একাদশ, শহীদ সাব্বির একাদশ এবং শহীদ কমর উদ্দিন একাদশ। ২৭ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।