আইসিসি এলিট প্যানেলের অভিজ্ঞ ম্যাচ রেফারির ডেভিড বুনের বিদায়ী টেস্টে ছিল ছোট্ট একটি আয়োজন। তার হাতে আইসিসির পক্ষ থেকে স্মারক তুলে দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন।১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত আন্তজার্তিক ক্যারিয়ারে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেন বুন। টেস্টে ২১ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে তার রান প্রায় সাড়ে সাত হাজার, ওয়ানডেতে রান ৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ৬ হাজারের কাছাকাছি। ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৭ করেছিলেন, ফাইনালে ৭৫ রানে ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচের সেরা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আরও কয়েক মৌসুম কাউন্টি ক্রিকেটে খেলেছেন বুন।