মোস্তফা মোঘল, বগুড়া অফিস: ২০০৬ সালের পর দীর্ঘ বিরতি শেষে অবশেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বসছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। জাতীয় দলের না হলেও আফগানিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজকে ঘিরে বগুড়ায় ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনার সৃষ্টি হয়েছে। বন্ধ্যাত্ব ভেঙ্গে শহীদ চান্দু স্টেডিয়ামও সেজেছে নতুন সাজে।

সফরকারী আফগানিস্তান যুব ক্রিকেট দলের সাথে বাংলাদেশের যুবাদের ৫ ম্যাচের ওানডে সিরিজের সূচনা হচ্ছে আজ। সকাল সাড়ে ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখী হবে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দেশের যুবারা। গতকাল দুপুরে আফগানিস্তান যুব দলের অধিনায়ক মাহবুব খান এবং বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম সিরিজের ট্রফির মোড়ক উন্মোচন করেন। এসময় উভয় দলের কোচ ও ম্যানেজার উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়ক শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট এবং আউট ফিল্ডের প্রশংসা করেছেন। সেই সাথে সিরিজ জয়ের ব্যাপারে আশার কথা জানিয়েছেন দু’জনেই।

এদিকে, ওয়ানডে সিরিজ খেলতে গত ২২ অক্টোবর বগুড়ায় আসে আফগান দল। পরদিন থেকেই তারা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন। অন্যদিকে, বাংলাদেশ দল রাজশাহীতে অনুশীলন শেষে বগুড়ায় এসেছে। গতকাল সকালে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন করেছে।

বিসিবি সূত্র জানিয়েছে, এই সিরিজের কোন ম্যাচ দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবে না। টিকিট ছাড়াই সবার জন্য গ্যালারি উন্মুক্ত থাকবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অবশিষ্ট ৩টি ম্যাচ হবে রাজশাহীতে।