শ্রীলংকা সফরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট সিরিজে হারের পর হেরেছে ওয়ানডে সিরিজেও। টেস্ট আর ওয়ানডে সিরিজে হারের পর ভালো করার সুযোগ ছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু সেই টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর হারলেই তিন ফরম্যাটে সিরিজ হারবে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে যেদিন বড় ব্যবধানে হারে বাংলাদেশ, সেদিনই দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক রাঙান সাকিব আল হাসান। ব্যাটে-বলে তার নৈপুণ্যে আসরের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই। ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। একই দিনে বাংলাদেশ দলের হার আর সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স দেখে কেউ কেই মনে করেছে সাকিবকে দলে নেয়া যেতে পারে। অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি থাকলেও বেশ অনেকটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন। অবশ্য বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, 'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।' পরে সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন, 'আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।' এদিকে গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা। তবে ২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা। আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। দ্বিতীয় ম্যাচে সাকিব ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো। এতে হেরেছে তার দলও। আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
ক্রিকেট
সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা --মিঠু
শ্রীলংকা সফরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট সিরিজে হারের পর হেরেছে ওয়ানডে সিরিজেও। টেস্ট আর ওয়ানডে সিরিজে হারের পর ভালো করার সুযোগ ছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু সেই টি-টোয়েন্টি সিরিজেও