ক্রিকেট
বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন
২১ রান করে ওপেনার শিহাব। পুলিশ লাইন্স স্কুলের আকাশ ৯ ওভার ১ বল করে মাত্র ১৯ রানে ৫ উইকেট নেন ।
Printed Edition
বগুড়া অফিস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল। বুধবার ফাইনালে তারা বীট মডেল স্কুলকে ১০ উইকেটে পরাজিত করে। শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বীট মডেল স্কুল প্রথমে ব্যাট করে এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বোলারদের আগ্রাসী বোলিংয়ে ২৭ ওভার ১ বলে মাত্র ৭৩ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে অতিরিক্ত থেকে। ২১ রান করে ওপেনার শিহাব। পুলিশ লাইন্স স্কুলের আকাশ ৯ ওভার ১ বল করে মাত্র ১৯ রানে ৫ উইকেট নেন । এছাড়া তামিম দলের পক্ষে ২টি উইকেট লাভ করে। জবাবে বগুড়া পুলিশ লাইন্স স্কুলের দুই ওপেনার আকাশ এবং রিয়াদ মাত্র ৮ ওভার ১ বলে কোন উইকেট না হারিয়ে দলের জয় নিশ্চিত করে। আকাশ ২৭ এবং রিয়াদ ৪৫ রানে অপরাজিত থাকে। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে অপরাজিত ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় হয় চ্যাম্পিয়ন দলের আকাশ। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের পুরস্কার জিতেছে পুলিশ লাইন্স স্কুলের সাকিব এবং সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পেয়েছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের প্রত্যয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।