অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিনে শেষ হলেও আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পিচকে দিয়েছেন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’। মাত্র ৮৪৭ ডেলিভারিতে শেষ হওয়া এই ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে বলের হিসাবে দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্যরে টেস্ট। এর আগে ১৮৮৮ সালের এর চেয়ে কম বলে টেস্ট শেষ হয়েছিল। ম্যাচে প্রথম তিন ইনিংসে ছিল পেসারদের রাজত্ব। প্রথম দিনেই পড়েছিল ১৯টি উইকেট। যার মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নেন ৭ উইকেট, ইংল্যান্ডের বেন স্টোকস নেন ৫ উইকেট। প্রথম দিন ১৬০/৫ থেকে ইংল্যান্ড হুট করে ভেঙে পড়ে। অস্ট্রেলিয়াও ৯ উইকেটে ১২৩/৯ হয়ে যায় দিনের শেষে। দ্বিতীয় দিনে ইংল্যান্ড ১০৫ রানের লিড নিয়ে এগিয়ে থাকলেও স্কট বোলান্ডের দারুণ স্পেলে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ২০৫ রানের লক্ষ্য পেয়ে ওপেনার হিসেবে নামা ট্রাভিস হেড ৮৩ বলে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ শেষ করেন মাত্র ২৯ ওভারেই। এমন দ্রুতগতির ম্যাচ হয়েও পিচকে ‘খুব ভালো’ ঘোষণা করেছে আইসিসি। সংজ্ঞায় বলা হয়, শুরুর দিকে ভালো ক্যারি, সীম মুভমেন্ট সীমিত, ধারাবাহিক বাউন্সে ব্যাট-বলের লড়াই সমান ছিল। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, এই উইকেট দ্বিতীয় দিনের শেষ দিকে আরও ভালো হয়ে যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস অলসপ বলেন, পিচ রেটিং প্রমাণ করে পার্থে ব্যাট-বলের ন্যায্য লড়াই হয়েছে। যদিও ম্যাচ তাড়াতাড়ি শেষ হওয়া দুঃখজনক।
ক্রিকেট
৮৪৭ বলে টেস্ট শেষ ॥ তবু পার্থের পিচকে ‘খুব ভালো’রেটিং আইসিসির
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিনে শেষ হলেও আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পিচকে দিয়েছেন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’।
Printed Edition