প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। ফলে ২-১ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তুলেছে স্বাগতিকরা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানের গুটিয়ে যায় পাকিস্তান। হোপের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৯৫ রানের লক্ষ্য দেয় উইন্ডিজ। হোপ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে দ্বিতীয় সেরা বোলিংয়ে সফরকারীদের ৯২ রানে অল আউট করেন। আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ বড় ইনিংসের আভাস দেয়নি। ৪৪তম ওভারে দুইশ ছোঁয় তারা। এরপর আগ্রাসী ব্যাটিং। জাস্টিন গ্রিভসকে নিয়ে হোপ ইনিংস শেষে স্কোর নেন ২৯৪ রানে। ৫০ বলে ১১০ রানের জুটি ছিল তাদের। ৯৪ বলে ১০ চার ও ৫ ছয়ে ১১০ রানে অপরাজিত ছিলেন হোপ। ১৮তম সেঞ্চুরিতে সর্বোচ্চ শতকের তালিকায় ক্রিস গেইল ও ব্রায়ান লারার পর উইন্ডিজদের মধ্যে তিনে তিনি। ২৪ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। শেরফানে রাদারফোর্ড (১৫) ও রোস্টন চেজের (৩৬) সঙ্গে ৪৫ ও ৬৪ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন হোপ। কিসি কার্টি ও এভিন লুইসের ৪৭ রানের জুটি ছিল কার্যকরী। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। সিলসের বোলিং তোপে পড়ে ৮ রানের মধ্যে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব ডাক মারেন। স্বাগতিক পেসার একে একে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে ফেরান। নবম ওভারে ২৩ রানে চার উইকেট হারিয়ে পাকিস্তানের আশা কার্যত শেষ হয়ে যায়। সালমান আগা সর্বোচ্চ ৩০ রান করেন। মোহাম্মদ নওয়াজ ২৩ রানে অপরাজিত ছিলেন। ১৩ রান করেন হাসান নওয়াজ। সিলস ১৮ রান খরচায় ৬ উইকেট নেন। ওয়ানডেতে এটি কোনও ক্যারিবিয়ানের যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং। গুডাকেশ মোটি নেন দুই উইকেট। ২-১ এ সিরিজ জয়ের ম্যাচে সেরা হয়েছেন হোপ।
ক্রিকেট
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ জয়
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে
Printed Edition
