বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটানস। আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেট টাইটানস এক বিজ্ঞপ্তিতে জানায়, আনন্দের সঙ্গে তারা মেহেদী হাসান মিরাজকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিচ্ছে। তার নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, এই মৌসুমে টাইটানসের যাত্রা ইতিবাচক ও সফল হবে বলে তারা বিশ্বাস করে। একই সঙ্গে বিপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস। পাশাপাশি খেলোয়াড়দের অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও দেয়া হয়েছে বলে জানানো হয়। বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে সিলেট টাইটানস। আগামীকাল সিলেটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এ ছাড়া দিনের অন্য ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বাদশ বিপিএল শুরুর আগে অধিনায়ক ঘোষণা ও আর্থিক নিশ্চয়তার এই ঘোষণায় সিলেট শিবিরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
ক্রিকেট
মিরাজকে অধিনায়ক করল সিলেট
বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটানস। আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
Printed Edition