চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিতে আজ রাতে দুবাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল চ্যাস্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে। দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খুব ভালো দল। কিন্তু প্রতিপক্ষ যেহেতু ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। ওই হিসেবে বাংলাদেশের জন্য লক্ষ্য ছোঁয়াটা বেশ কঠিন। অধিনায়ক শান্তর এই লক্ষ্য দলের বাকিদের জন্য চাপ হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক জানালেন,‘আমার কাছে এরকম কোনও কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। এই আটটা মানসম্পন্ন দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে।’ কেন চাপ অনুভব করছে না দল- এর ব্যাখ্যাও দিয়েছের অধিনায়ক। তিনি বলেন,‘কারণ সবাই এটাই চাচ্ছে, তারা এটাই বিশ্বাস করে যে আমাদের এই সক্ষমতা আছে। আমাদের রিজিকে কী আছে সেটা জানি না, তবে আমরা সেভাবেই ফোকাস করছি। সবাই সততার সঙ্গে কাজ করছি, কঠোর পরিশ্রম করছি। প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’ টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেছিলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না। একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের মতো করতে হবে।’ শান্ত অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখেন না, ‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে।

কীভাবে ৫০-৬০-৭০ থেকে ১০০-১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনও ছয়-সাতদিন সময় আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারবো।’ চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাসের। দল ঘোষণার পর মাস খানেক পার হলেও এতদিন দল নিয়ে কোনো কথা বলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকায় তাকে মিস করবেন কি না এমন প্রশ্নেরজবাবে শান্ত বলেন, 'হ্যাঁ অবশ্যই মিস করবো। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।' এরআগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা টুর্নামেন্টটির ইতিহাসে টিম টাইগার্সের সর্বোচ্চ সাফল্য। এ বিষয়ে শান্ত বলেন, 'লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিলাম, ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা, পাশাপাশি পরিবারের প্রত্যাশা, খেলোয়াড়দের প্রত্যাশা তো আছেই। তাই ওভারঅল এখন পর্যন্ত আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব।' প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত দলে নেই জাসপ্রীত বুমরাহ। চোটের কারণে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এতে ভারতের শক্তি কিছুটা ক্ষুণœ হয়েছে ঠিক, তবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই নামবে। এ প্রসঙ্গে শান্ত বললেন, ‘বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ডও; তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সঙ্গেই কষ্ট করে খেলতে হবে।’ টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপপর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে তিনটা ম্যাচই বড় দলের বিপক্ষে, যেখানে জয়ের সমীকরণটাও বেশ কঠিন। তা সত্ত্বেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন।