এশিয়া কাপের আগে আগস্ট-সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। তিন দেশের লড়াই হলেও ছদ্মবেশে এটি মূলত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ। সম্প্রতি ক্রিকেটে আফগানিস্তান ও পাকিস্তান দ্বৈরথ নতুন উত্তেজনা তৈরি করেছে।

মাঠে এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ চড়া। অতীতে উভয় দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ।