ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন। গতকাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের বর্তমান এই ক্রিকেটার। ২১৫ ভোটের মধ্যে সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেলিম শাহেদের প্রাপ্ত ভোট ৩৪টি। ফলে প্রায় এক যুগ পর কোয়াবের নতুন কমিটি হলো। মিঠুন নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হয়েছেন আরও ১০ ক্রিকেটার। মোট ১১টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সভাপতি বাদে ১০টি পদেই প্রার্থী হয়েছেন মাত্র ১ জন করে। যে কারণে এসব পদের প্রার্থীরা আপনিআপনি নির্বাচিত হয়ে গেছেন। নতুন সংবিধান ও গঠনতন্ত্রে সাধারণ সম্পাদক পদ নেই। জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি হয়েছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়া নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস ও রুমানা আহমেদও নতুন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। গতকাল নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।