এশিয়া কাপের নবম শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনাল শেষেও উত্তাপ ছড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
ভারতের ক্রিকেটাররা পিসিবি সভাপতি মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এ কারণে ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত।
অনুষ্ঠানে এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি একটি পুরস্কার দেন সেটি রানারআপ পুরস্কার।
তবে সেই ডামি চেক নেওয়ার পর স্টেজ থেকে সেটি ছুড়ে ফেলেন পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আঘা। এ সময় সেখানে থাকা উপস্থিত অতিথিরাও বিব্রত হন। তবে পিসিবি সূত্র জানায় মূলত ভারতীয়দের নোংরা রাজনীতির প্রতিবাদে এই কাণ্ড করেন পাকিস্তানের অধিনায়ক।
এছাড়াও ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত। ম্যাচসেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা।
এ ছাড়া কুলদীপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার। এসব ব্যক্তিগত পুরস্কারের মাঝে রানার আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন।
এর আগে, এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি ভারত। তবে সব সমস্যার সমাধান শেষে এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।