অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দলও। এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছে ‘এ’ দল। আগামীলকাল ৭ এবং ৮ আগস্ট দুই ভাগে ভাগ হয়ে ঢাকা ত্যাগ করবেন ক্রিকেটাররা। গেল বছর এইচপির হয়ে খেলেছিলেন যুবা এশিয়াকাপ জয়ী সাবেক অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এবার প্রথমবার সুযোগ পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। ডারউইনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে 'এ' দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। এর আগে গত বছর (২০২৪) এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। দলে ডাক পাওযঅ রাব্বি আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকে অভিজ্ঞতা অর্জন করতে চান। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রথমবারের মতো অনেক জাতীয় দলের খেলোয়াড়ের সাথে বিদেশ সফরে যেতে পারছি। লক্ষ্য থাকবে অবশ্যই বড় কিছু করার। ভালো না করলে কেউ তো গুরুত্ব দিতে চায় না। প্রতি ম্যাচ বাই ম্যাচ চিন্তা ভাবনা করতে চাই।' অস্ট্রেলিয়ার মতো টুর্নামেন্টে দলে থাকা বড় সুযোগ মানছেন রাব্বি, 'হ্যাঁ এটা একটা বড় সুযোগ বলা যায়। এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ার মত একটা দেশে খেলতে পারা। অনেক বড় কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারব, এটা অন্যরকম একটা অভিজ্ঞতাও কাজে দিবে পরবর্তী ক্যারিয়ারে। আমাদের এখানকার যে উইকেট আর অস্ট্রেলিয়ার যে উইকেট সেটা আকাশ-পাতাল পার্থক্য। বিশেষ করে স্পিনারদের জন্য।' চ্যালেঞ্জ কেমন এমন প্রশ্নে রাব্বি বলেন, 'না সব জায়গাতেই কিন্তু চ্যালেঞ্জ আছে। যখন অনূর্ধ্ব ১৯ দলে খেলেছিলাম তখনো চ্যালেঞ্জ ছিল। আমি আমার প্রসেস মতই এগোতে চাই। আমার কথা হচ্ছে আমি পারফর্ম করব, সামনের দিকে এগিয়ে যাব। আবার অতিরিক্ত কোন প্রেসার নাই বা এখানে এরকম কিছু করতেই হবে এমন না। আমি যে অনুশীলন করেছি যে স্কিল আছে সেটা কাজে লাগাতে চাই।'