এশিয়া কাপে বাংলাদেশের ৩টি ম্যাচই হবে আবু ধাবিতে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ বাংলাদেশ সময় ম্যাচটা শুরু হবে রাত ৮টায়। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানর বিপক্ষে ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে। প্রায় সবগুলো ম্যাচই মরুর বুকের স্থায়ী সময় সন্ধ্যা ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে। শুধু ১ও ৫ সেপ্টেম্বরের আরব আমিরাত ও ওমান ম্যাচটা হবে স্থানীয় সময় বিকাল ৪টা তথা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এশিয়া কাপের দিনক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশ করা হয়েছে ম্যাচের ভেন্যু ও সময়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এক্স হ্যান্ডলে সেসবের বিস্তারিত তুলে ধরেছেন।

৮ দলের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের ৩টি ম্যাচই হবে আবু ধাবিতে। ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ এ- তে পড়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ও হংকং। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। তার মধ্যে পাকিস্তান-ভারতের ব্লক বাস্টার ম্যাচও রয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় নিয়ে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগপ ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। তবে বাকি ছিল খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ। এবার সেটিও চূড়ান্ত হয়ে গেল। বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।