আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়া কাপের আসর। আট জাতির এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর, যেদিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সম্প্রতি পেহেলগাম ঘটনার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল, তাই ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
এদিকে এশিয়া কাপের জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অনলাইনে টিকিট কেনার জন্য চালু করা হয়েছে বুকিং পোর্টাল। ভক্তরা চাইলে তিনটি প্যাকেজের মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন
কোন প্যাকেজে কী আছে?
প্যাকেজ ১ : গ্রুপ ‘এ’-এর ম্যাচগুলো (ভারত, পাকিস্তান, ওমান ও আরব আমিরাত) দেখা যাবে এই প্যাকেজে।
সবচেয়ে কম দামি টিকিট: ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)।
প্যাকেজ ২ : সুপার ফোর পর্বের সব ম্যাচ দেখা যাবে।
সবচেয়ে কম দামি টিকিট: ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।
প্যাকেজ ৩ : দুটি গুরুত্বপূর্ণ সুপার ফোর ম্যাচ (২৫ ও ২৬ সেপ্টেম্বর) এবং ফাইনাল ম্যাচ (২৮ সেপ্টেম্বর) অন্তর্ভুক্ত।
সবচেয়ে কম দামি টিকিট: ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।
উল্লেখ্য, এশিয়া কাপের খেলা মাঠে বসে দেখতে চাইলে ভক্তরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্টের ওয়েবসাইট https://platinumlist.net/এ গিয়ে টিকিট কাটতে পারবেন। এছাড়াও, কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।